শোবিজের জনপ্রিয় মুখ সাফা কবিরের জন্মদিন ছিল গেল ২৯ আগস্ট। এই দিনে কাছের মানুষদের কাছ থেকে দামী সব উপহার পেলেও, সবচেয়ে ব্যতিক্রমী চমক দেন তার বাসার গৃহপরিচারিকা সানজিদা।
বয়স মাত্র ১৩-১৪ বছর হলেও চার-পাঁচ মাস ধরে সাফার বাসায় কাজ করছে কিশোরীটি। প্রতিদিনের কাজের ভিড় সামলিয়েও গোপনে প্রস্তুত করেছিল বিশেষ একটি সারপ্রাইজ।
বাসার কাজের ফাঁকে বাইরে গিয়ে কিছু ফুল জোগাড় করে নিজ হাতে সাজায় সানজিদা। এরপর একটি কাগজে লিখে ফেলে নিজের অনুভূতি ও শুভেচ্ছা বার্তা। রঙতুলির আঁচড়ে কাগজটিকে সাজায় ভালোবাসার রঙে। জন্মদিনের মুহূর্তে সেই ফুল আর চিরকুট হাতে তুলে দেয় সাফাকে।
এমন উপহারে অভিভূত হয়ে যান অভিনেত্রী। আনন্দে তার চোখ ভিজে ওঠে। তিনি বলেন, “এই ছোট্ট কিশোরীর আন্তরিকতায় যে নিখাদ ভালোবাসা মিশে ছিল, সেটিই আমার জীবনের অন্যতম বড় উপহার।”
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান। কেউ মন্তব্য করেছেন, “এটা ভীষণ কিউট।” আবার কেউ লিখেছেন, “ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসেই। তা সে যে-ই হোক না কেন।”
স্মার্টফোন ব্যবহারের ক্ষতি : মাত্র ১ ঘণ্টাতেই ঝুঁকির মুখে দৃষ্টিশক্তি!
সাফা কবির বর্তমানে নিয়মিত অভিনয় করছেন নাটকসহ ওটিটি প্ল্যাটফর্মে। প্রায়ই শোনা যায়, সিনেমায় নাম লেখানোর পরিকল্পনা করছেন তিনি। তবে এখনও কাজটি শুরু হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।