জুমবাংলা ডেস্ক : সম্প্রতি দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে চুরি-ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে রাতের বেলায় হাঁস-মুরগি, গরু-ছাগলসহ গ্রামীণ মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ চুরি হয়ে যাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে।
৫ আগস্ট অন্তর্ভুক্তিকারীন সরকার ক্ষমতায় আসার পরও পুলিশ বাহিনীর কার্যকর ভূমিকার অভাবে গ্রামাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। গ্রামের সাধারণ মানুষ জানিয়েছেন, তাদের ঘরের বাইরে থাকা কোনো পশু বা সম্পদ নিরাপদ নয়।
একাধিক এলাকায় গবাদি পশু এবং হাঁস-মুরগি চুরি হয়ে যাওয়ার ফলে কৃষিজীবী মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে চোরেরা সাহস বাড়িয়ে তুলছে।
গ্রামের মানুষের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিশেষ নজরদারি, রাতে টহল ব্যবস্থা চালু করা এবং চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই অবস্থা চলতে থাকলে গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকার এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে—এটাই প্রত্যাশা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.