গ্রাম্য রাস্তায় অস্থির ড্যান্স দিলো সুন্দরী যুবতী, মুহূর্তে তুমুল ভাইরাল

অস্থির ড্যান্স

বিনোদন ডেস্ক : বাংলা গানে তুমুল নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক তরুণী। গ্রাম্য এলাকায় একটি ফাঁকা জায়গায় নাচ জুড়েছে ওই অল্পবয়সী তরুণী। তার নাচ দেখতে ভিড় জমিয়েছে গ্রামের মানুষরা। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ওই তরুণীর নাচ দেখতে ভিড় জমিয়েছেন নেটিজেনরা।

অস্থির ড্যান্স

তার পরনে রয়েছে লাল-সোনালী রঙের সালোয়ার ও পাটিয়ালি প্যান্ট এবং লাল রঙের ওড়না। পায়ে রয়েছে কালো রঙের স্নিকার্স জুতো। পনি টেইল করে বাঁধা চুল। যেমন অসাধারণ নাচের স্টেপ তেমন সুন্দর এক্সপ্রেশন ওই তরুণীর। বাংলা গান ‘নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না’-তে উদ্দাম নেচে ভাইরাল হয়েছে এই অল্প বয়সী তরুণী।

YouTube video player

অসাধারণ, ফাটাফাটি, ওয়াও, তুমি দারুন নেচেছো, তুমি খুব মিষ্টি – এমন সব মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। এখন অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নাচের ভিডিও আপলোড করে থাকে। তবে, সেখানে যেন পেশাদার নৃত্যশিল্পীর ছাপ থাকে। তবে, এই ভিডিওটি একেবারে স্বাভাবিক লেগেছে। যেন কোনো কিছু পরিকল্পনা করা নয়। যদিও এই ধারণা কতটা সত্য তারাই বলতে পারবেন। যারা ওখানে উপস্থিত ছিলেন।