বিনোদন ডেস্ক : এখন নেটমাধ্যমের যেখানেই হাত রাখা যাই সেখানেই শুধু এক একটা ভাইরাল গান। আর সেই সব গানের সাথে পাল্লা দিয়ে ভাইরাল হচ্ছে নাচের ভিডিও। কখনো নতুন নতুন গানের তালে মানুষ কোমর দোলাচ্ছে কখনো আবার পুরনো দিনের গান গুলিকে রিমেক বানিয়ে নতুন ভাবে উপস্থাপিত করছে।
আসলে দীর্ঘ দেড় বছর ব্যাপী লকডাউনে মানুষ আটকে পড়েছিল নিজের ঘরের দেওয়ালে। আর তারপর থেকে আরও বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে মানুষ। সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম বানিয়ে এসব গানে নাচ গান করে নিজের প্রতিভা প্রকাশ ঘটাচ্ছেন। আর এসব প্রতিভা বিনোদন যোগাচ্ছে দর্শকদেরও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকমই এক যুবতীর নাচ। বেনুনি করে বাধা চুল, হলুদ লাল শাড়ি ব্লাউজে একবার গ্রাম্য যুবতীর মতোন সেজে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই নিজেকে মেলে ধরেছেন এই যুবতী। প্রকৃতির সাথে একাত্ম হয়ে গানের তালে তাল মিলিয়েছেন। লাস্যময়ী ভঙ্গিমায় তার শরীরী হিল্লোলে মাত হয়েছেন দর্শকগণ।
ভিডিওটিতে নৃত্যরত নৃত্যশিল্পীকে দেখেই বোঝা গেছে তিনি যথেষ্ট দক্ষ। তার নাচ আর তার সঙ্গে প্রকৃতির মেলবন্ধন ভিডিওটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তার নাচের মাধ্যমে গানের এনার্জিকে ফুটিয়ে তুলেছে। Dance star mou নামের ইউটিউব চ্যানেল থেকে সদ্যই প্রকাশিত হওয়া এই ভিডিও মন জয় করে নিয়েছে দর্শকদের। ইতিমধ্যে তখর এই ভিডিও ছয় হাজার মানুষ দেখে ফেলেছেন। সঙ্গে কমেন্টে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকগন।