জুমবাংলা ডেস্ক : অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শুধু তত্ত্বীয় জ্ঞানার্জন করলেই সনদ দেবে না নতুন অনুমোদন পাওয়া গ্রামীণ ইউনিভার্সিটি। এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখানো হবে, যাতে শিক্ষার্থীরা নিজেরাই সামাজিক উদ্যোক্তা হয়ে উঠতে পারে।
কাতার বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেছেন গ্রামীণ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গ্রামীণ ইউনিভার্সিটির লক্ষ্য সম্পর্কে এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আরো বলেন, ‘‘আমাদের লক্ষ্য একটাই, একটি ‘থ্রি-জিরো’ বিশ্ব; শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। আর এই বিশ্ববিদ্যালয় হবে সেই স্বপ্ন বাস্তবায়নের পাঠশালা।’’
গত ২৪ এপ্রিল কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য তত্ত্ব’ নিয়ে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘আজকের ব্যবসা শিক্ষার মূলমন্ত্র হলো: যত বেশি লাভ, তত বেশি সাফল্য।
এতে ধনীরা আরও ধনী হচ্ছে, আর দরিদ্ররা আরও নিঃস্ব। আমি বলি, অন্তত একটা ডিপার্টমেন্ট তো রাখুন, যেটি শুধু সামাজিক ব্যবসার শিক্ষা দেবে, কীভাবে একটি ব্যবসা দিয়ে দারিদ্র্য, স্বাস্থ্য, পরিবেশের মতো সমস্যার সমাধান করা যায়। ইউরোপের অনেক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সামাজিক ব্যবসা কেন্দ্র চালু করেছে।’
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরো বলেছেন, ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম হবে প্রচলিত শিক্ষার থেকে আলাদা। এটি হবে সামাজিক ব্যবসা বিশ্ববিদ্যালয়। শিক্ষায় মানবিক দায়বদ্ধতা যুক্ত থাকবে।
আমরা বলবো, চাকরির জন্য ঘুরে বেড়ানোর দরকার নেই, নিজের উদ্যোগ শুরু করুন। আমরাই আপনাকে অর্থায়ন করবো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন ব্যবস্থা থাকবে, যাতে শিক্ষার্থীরা বাস্তবে তাদের সামাজিক ব্যবসা শুরু করতে পারেন।’
গ্রামীন ব্যাংকের ক্ষুদ্রঋণের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদের প্রচলিত ধারণা বলে যে- সবাই উদ্যোক্তা হতে পারে না। কিন্তু আমি বলি, প্রতিটি মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা।
গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখ লাখ অশিক্ষিত দরিদ্র নারী এখন নিজস্ব ব্যবসা চালাচ্ছেন, ব্যাংক পরিচালনা করছেন, এবং সবচেয়ে বড় কথা, তারাই সেই ব্যাংকের মালিক। এটা শুধু সম্ভবই নয়, এটি বাস্তবে ঘটে চলেছে।’
প্রসঙ্গত, গত ১৮ মার্চ গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।