বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণফোন ব্যবহারকারীরা নেটওয়ার্ক-বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। তবে কর্তৃপক্ষ বলছে, সমস্যার সমাধান হয়ে গেছে।
গ্রাহকরা জানিয়েছেন, সোমবার (৮ জুলাই) বিকেল থেকে গ্রামীণফোন ব্যবহারকারীরা অনেকে নিজেদের ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলেন না। ভয়েস কল, ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। ইলিয়াস হোসেন আশিক নামের একজন গ্রাহক জানান, তিনি অন্তত ১০ বার মোবাইল অন অফ করছেন। তবে এখনও তার সিমে নেটওয়ার্ক পাচ্ছেন না।
বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামীণফোন তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানান, ‘কারিগরি সমস্যার কারণে কিছু গ্রাহক কল ও ইন্টারনেট সেবা ব্যবহারে সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারেন। আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে সমস্যাটি ইতোমধ্যে সমাধান করেছেন। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
স্বচ্ছ পোশাকে স্পষ্ট দেখা গেল শরীর, রাশমিকার নতুন ভিডিও তুমুল ভাইরাল
ইতিমধ্যে সকল ধরণের আউট গোয়িং ও ইনকামিং সমস্যার সমাধান হয়েছে। এখনও সমস্যার সম্মুখীন হলে অনুগ্রহ করে হ্যান্ডসেটটি একবার বন্ধ করে চালু করার পরামর্শ দিয়েছে গ্রামীণফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।