বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল অপারেটর গ্রামীণফোনের ২৫ বছর পূর্তিতে ফ্রি গিফট অথবা র্যাফেল ড্র’র নামে প্রতারণা চালাচ্ছে একটি প্রতারক গোষ্ঠী। ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়ার প্রলোভন দেখিয়ে চলছে এই প্রতারণা। এ সংক্রান্ত একটি লিংক মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপে ঘুরছে।
লিংকে গেলে ৪টি প্রশ্ন আসবে। প্রশ্নগুলোর ঠিকঠাক জবাব দিতে পারলে আপনি বিজয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়া হবে। তবে পুরস্কার পেতে এই লিংকটি কয়েকটি গ্রুপে এবং ২০ জন বন্ধুকে ফরোয়ার্ড করলে পরবর্তী পদক্ষেপে পুরস্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হবে যে কীভাবে পুরস্কারটি পাওয়া যাবে।
এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোন এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একটি অসাধু চক্র গ্রামীণফোনের ২৫ বছর পূর্তিতে ফ্রি গিফট অথবা লটারির নামে মিথ্যা প্রচার চালিয়ে প্রতারণা করছে। গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গ্রামীণফোন এরকম কোনও নগদ অর্থ প্রদান বা লটারি সংক্রান্ত কার্যক্রম চালাচ্ছে না। এসব বিভ্রান্তিকর প্ররোচনা থেকে গ্রাহকদের সাবধান এবং বিরত থাকার অনুরোধ রইলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।