জুমবাংলা ডেস্ক : শেয়ারবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের দুই বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা ও গ্রামীণফোন লিমিটেডকে আজ বৃহস্পতিবার (০৭ জুলাই) একই পথে হাঁটতে দেখা গেছে। আজ কোম্পানি দুটির অবদানে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ১৫ পয়েন্ট। আজ ডিএসইতে মোট ০.৯১ পয়েন্ট বেড়েছে। স্টকনাউ সূত্রে এই তথ্য জানা গেছে।
গ্রামীণফোন: সরকার কোম্পানিটির সিম বিক্রি নিষিদ্ধ করার পর থেকে টানা শেয়ারের দরে পতন হয়েছে। চলতি সপ্তাহে দুই দিন কোম্পানিটির শেয়ার দর বাড়তে দেখা গেলেও সপ্তাহের শেষ দিন পতন দিয়েই ক্লোজিং হয়েছে শেয়ারটির। আজ গ্রামীণফোনের শেয়ারদর কমেছে ৫ টাকা বা ১.৭০ শতাংশ। এতে করে আজ ডিএসইর ব্রড ইনডেক্সে পতনে কোম্পানিটির দায় ছিলো ৯.৬৫ পয়েন্ট। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৮টি। যার বাজার মূল্য ছিলো ১২ কোটি ৮৪ লাখ টাকা। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১২.০১ পয়েন্টে।
সর্বশেষ প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬ টাকা ৬০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৯৪ পয়সা।
রবি: গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধে বিনিয়োগকারীরা ঝাপিয়ে পড়েছে রবির শেয়ারে। কোম্পানিটি গ্রামীণফোনের সিমের বাজার দখল করে নিজেদের মুনাফা বাড়াতে পারবে বলে মনে করেছে বিনিয়োগকারীরা। যার কারণে রবির শেয়ারে চোখ বন্ধ করে ঝাফিয়ে পড়ে বিনিয়োগকারীরা। এতে করে কোম্পানিটির টানা তিন দিন কোন শেয়ার বিক্রেতা ছিলো না। এতে করে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে।
কিন্তু গত দুই ধরে রবির শেয়ার আবার উল্টো হাটা শুরু করেছে। লেনদেন হতে দেখা গেছে সার্কিট ব্রেকারের সর্বনিন্ম দরে। এতে করে বাজারে গত দুই দিন রবির শেয়ারের ক্রেতা শূণ্য ছিলো। আজ শেয়ারটির দর কশেছে ৭০ পয়সা বা ১.৯২ শতাংশ। এতে করে আজ ডিএসইর ব্রড ইনডেক্সে পতনে কোম্পানিটির দায় ছিলো ৫.২৪ পয়েন্ট। যা ছিলো ডিএসইর ব্রড ইনডেক্স পতনে দ্বিতীয় সর্বোচ্চ। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৮২৯টি। যার বাজার মূল্য ছিলো ৮৩ লাখ টাকা। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১১১.৫৬ পয়েন্টে।
সর্বশেষ প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ০৭ পয়সা। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১১৫.৯৪ পয়েন্টে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।