বিনোদন ডেস্ক : গ্র্যামি পুরস্কারের আসরের সবচেয়ে বড় বিজেতা জন বাতিস্ত। ১১ বিভাগে মনোনয়ন পাওয়া এই তারকা শিল্পী ৫ বিভাগে গ্র্যামি জিতেছেন। যার মধ্যে আছে ‘উই আর’-এর জন্য বছরের সেরা অ্যালবামের পুরস্কার।
ব্রুনো মার্স ও অ্যানডারসন পাকের মতো তারকাদের নিয়ে গড়া ব্যান্ড দল ‘সিল্ক সনিক’ বছরের সেরা রেকর্ডসহ চার বিভাগে গ্র্যামি জিতেছে।
এছাড়া আমেরিকান পপ তারকা অলিভিয়া রডরিগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটলের রক ব্যান্ড ফু ফাইটারস তিনটি করে গ্র্যামি জিতেছে।
এক নজরে দেখে নিন বিজয়ীদের তালিকা–
বছরের সেরা রেকর্ড – ‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক।
বছরের সেরা গান – ‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক।
বছরের সেরা অ্যালবাম – ‘উই আর’ এর জন্য জন বাতিস্ত।
বছরের সেরা নবাগত শিল্পী – অলিভিয়া রডরিগো
বছরের সেরা একক পপ গান – ‘ড্রাইভারস লাইসেন্স’ এর জন্য অলিভিয়া রডরিগো
বছরের সেরা দ্বৈত বা দলগত পপ গান – ‘কিস মি মোর’ এর জন্য ডোজা ক্যাট ফিচারস এসজেডএ।
বছরের সেরা রক অ্যালবাম – ‘মেডিসিন অ্যাট মিডনাইট’ এর জন্য ফু ফাইটারস।
বছরের সেরা রক সংগীত – ‘ওয়েটিং অন আ ওয়ার’ এর জন্য ফু ফাইটারস।
বছরের সেরা রক পরিবেশনা – ‘মেকিং আ ফায়ার’ এর জন্য ফু ফাইটারস।
বছরের সেরা কান্ট্রি অ্যালবাম – ‘স্টার্টিং ওভার’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন।
বছরের সেরা কান্ট্রি সংগীত – ‘কোল্ড’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন।
বছরের সেরা ড্যান্স রেকর্ডিং – ‘অ্যালাইভ’ এর জন্য রুফুস দু সল।
বছরের সেরা পপ ভোকাল অ্যালবাম – ‘সাওয়ার’ এর জন্য অলিভিয়া রডরিগো।
বছরের সেরা বৈশ্বিক সংগীত পরিবেশনা – ‘মোহাব্বত’ এর জন্য আরুজ আফতাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।