নাটোরের গুরুদাসপুরে দাদির বিরুদ্ধে দুই বছর বয়সী নাতিকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ইকুড়ি গ্রামে শাহাদাত শাহের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নুর ইসলাম (২) উপজেলার সোনাবাজু পূর্বপাড়া গ্রামের শাকিল আহমেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র ছেলে। শিশুটির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই অভিযুক্ত দাদি সখেনা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ। তিনি সোনাবাজু পূর্বপাড়া গ্রামের আব্দুর মোতালেবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে উপজেলার রোলভা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সঙ্গে একই উপজেলার সোনাবাজু গ্রামের আব্দুর মোতালেবের ছেলে শাকিল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি সখেনা বেগম ও পুত্রবধূর মধ্যে কলহ চলছিল। কয়েকদিন আগে নির্যাতনের শিকার হয়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যান শাকিল।
নিহত শিশুর মা পায়েল খাতুন বলেন, শনিবার ইকুড়ি গ্রামের মামাশ্বশুরের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাই। দুপুরে ঘুম পাড়িয়ে রাখা ছেলেকে আমার শাশুড়ি জুস খাওয়ান। এরপরই শিশু অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অভিযুক্ত সখেনা বেগম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলের কিনে আনা জুসই আমি নাতিকে খাইয়েছি। কীভাবে মারা গেল জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে।
দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ‘সম্প্রীতির বার্তা’ দিলেন তারেক রহমান
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় সখেনা বেগমকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। সূত্র : দেশ টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।