মাঝমাঠ থেকে দূর্দান্ত গোল, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক : ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন ও ওয়াটফোর্ড। ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। সেই ম্যাচে মাঝমাঠ থেকে গোল করে আলোচনার জন্ম দিয়েছেন ওয়াট ফোর্ডের ইসমাইলা সার।

ম্যাচের দ্বাদশ মিনিটের খেলা চলছিল।

নিজেদের অর্ধে ক্রেইগ ক্যাথকার্টের কাছ থেকে বল পেয়ে ইসমাইলা সার লক্ষ করেন, গোলপোস্ট থেকে বেশ এগিয়ে দাঁড়িয়ে আছেন ব্রমউইচ গোলরক্ষক ডেভিড বাটন। তখন মাঠের মাঝখান থেকেই উড়ালো শট নেন সার, ডেভিড বাটনের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে যায় জালে।

https://youtu.be/7Vtih6ABOE8

শেষ মুহূর্তে গোল ঠেকাতে চেষ্টা করেছিলেন ব্রমউইচ গোলরক্ষক বাটন, কিন্তু পারেননি। সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সারের এই গোলের ভিডিও। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায় ব্রমউইচ। তবু ম্যাচে জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল সারের। ৭৩তম পেনাল্টি মিস করে বসেন এই সেনেগাল তারকা। ফলে সমতায় শেষ হয় ম্যাচটি।

মেসি ভক্তদের জন্য সুখবর