জুমবাংলা ডেস্ক : ঘুরে ফিরে আবারও আলোচনায় এসেছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা। যদিও ২০২৪ সালের জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল, তবে দেশের সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। এবার নতুন অর্থবছরে সর্বোচ্চ ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
Table of Contents
মহার্ঘ ভাতা নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করে।
তৎকালীন অর্থনৈতিক সংকট ও সমালোচনার মুখে সরকার এই উদ্যোগ থেকে সরে এলেও, এখন আবার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
কেন মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা?
মহার্ঘ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতি পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংশোধনের নিয়ম থাকলেও ২০১৫ সালের পর আর নতুন কোনো কাঠামো হয়নি। ফলে মূল বেতনের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বক্তব্য
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, “আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে, সেখানে তিনিই জনপ্রশাসন-সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি উপস্থাপন করবেন।”
বাজেটের প্রভাব ও খরচের হিসাব
সূত্র জানায়, বৈঠকে উপস্থাপনের জন্য অর্থ বিভাগ ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। প্রস্তাব অনুযায়ী, মহার্ঘ ভাতা ঘোষণা হলে সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাদ যাবে। ফলে ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবীর জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিলে আগামী বাজেটে অতিরিক্ত ৭ হাজার কোটি টাকা ব্যয় হবে।
বিকল্প প্রস্তাব ও ব্যয়ের বিশ্লেষণ
অর্থ বিভাগের খসড়ায় বিকল্প প্রস্তাব হিসেবে উল্লেখ রয়েছে:
- ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবে সর্বোচ্চ ২০ শতাংশ মহার্ঘ ভাতা।
- প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মচারীরা পাবে ১০ অথবা ১৫ শতাংশ হারে ভাতা।
এক্ষেত্রে:
- ১০ শতাংশ ভাতা দিলে ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা।
- ১৫ শতাংশ ভাতা দিলে ব্যয় হবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
বর্তমান বাজেটে বেতন-ভাতার অবস্থান
চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রয়েছে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০.৪১ শতাংশ। পূর্ববর্তী সরকারের সময় বৈষম্যের শিকার সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দেওয়ার কারণে এই বরাদ্দ সংশোধিত বাজেটে বেড়ে ৮৪ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।