লাইফস্টাইল ডেস্ক : আমরা ত্বক ফর্সা করার জন্য মুখের মধ্যে অনেকে রেমিডি ব্যবহার করলেও হাত এবং পা কে ফর্সা করার জন্য তেমন কোন রেমিডি ব্যবহার করিনা । তাই আমাদের মুখের সাথে হাত-পায়ের রং এর পার্থক্য দেখা দেয়।
কালো হাত পা ফর্সা
আবার হাত-পা ফর্সা করার জন্য বা হাত -পায়ের সাথে মুখের রং এর পার্থক্য দূর করার জন্য অনেকে বাইরের পণ্য ব্যবহার করে । কিন্তু আমরা জানিনা আমাদের ত্বকের জন্য এই জিনিসগুলো কতটা উপযুক্ত।
আজ আপনাদের জন্য একটি রেমেড়ি নিয়ে এসেছি । এই রেমেডিটি কালো হাত পা ফর্সা ও উজ্জ্বল করার উপায় ।এই উপায়টি ব্যবহার করার ফলে হাত-পা তুলতুলে নরম হয়ে ওঠবে এবং এটি হাতের কালো রং কে একেবারে মুছে দিয়ে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে । আর এটি সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত । তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত রেমেডি। এই রেমেড়িটি কিভাবে আপনারা হাত পায়ে এপ্লাই করবেন তা জেনে নিন।
কালো হাত পা ফর্সা ও উজ্জ্বল করার উপায়টি তৈরি ও ব্যবহারের নিয়মঃ
এই রেমেড়িটি এপ্লাই পদ্ধতিকে তিন ভাগে ভাগ করতে হবে
ধাপ -১ ম্যাসাজ
ধাপ -২ শকিং
ধাপ -৩ ময়েশ্চারাইজিং
কালো হাত পা ফর্সা ও উজ্জ্বল করার উপায়টি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
ধাপ ১ – ম্যাসাজ এর জন্যঃ
এক টেবিল – চামচ দই, অর্ধেক চামচ – অলিভ অয়েল ও এক চামচ – ক্যাস্টর অয়েল
ধাপ ২-শকিং এর জন্যঃ
চার কাপ – তরল দুধ, এক চামচ – টমেটোর রস,
ধাপ ৩ – ময়েশ্চারাইজিং এর জন্যঃ
ভেসলিন বা ময়েশভারাইজিং ক্রিম
কালো হাত পা ফর্সা ও উজ্জ্বল করার উপায়টি তৈরির ধাপঃ
ধাপ ১ – ম্যাসাজঃ
একটি পরিষ্কার বাটি নিন । এরপর টকদই,অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। সব উপাদান এক সাথে মিশে গেলে হাত-পায়ের উপর ৫ মিনিট ম্যাসাজ করুণ। ৫ মিনিট ম্যাসাজ করার পর টিস্যু বা সুতির কাপড় দিয়ে হাত-পা মুছে নিতে হবে।
ধাপ ২ – শকিংঃ
টমেটো জুস তৈরি করার জন্য দুইটি পাকা টমেটো নিয়ে টুকরো টুকরো করে কেটে ব্লেড করে নিন । হাত পায়ের কালো দাগ দূর করার উপায়
ব্লেড করার পর ছাকনি দিয়ে রসগুলো বের করে নিন । এরপর একটি বড় সাইজের গাবলার মধ্যে দুধ ও টমেটোর রস নিয়ে বাটির মধ্যে ঢেলে নাড়িয়ে মিশিয়ে নিন। দুধ ও টমেটোর মধ্যে প্রথমে হাত ও পরে পা দিয়ে ২০ মিনিট ডুবিয়ে রাখুন । ২০ মিনিট ডুবিয়ে রাখার পর ঠান্ডা পানি দিয়ে হাত-পা ধুয়ে ফেলুন। এই ধাপ সম্পূর্ণ করার পর দেখবেন আপনাদের হা-পা তুলতুলে নরম ও ফর্সা হয়ে গেছে।
ধাপ তিন – ময়েশ্চারাইজিংঃ
কিছু ভেসলিন বা ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে আপনার হাতের উপর ম্যাসাজ করে ত্বকে ময়েশ্চারাইজ করে নিতে পারেন। ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য আপনারা বাজারের যেকোন ভেসলিন অথবা ময়েশ্চারাইজার ক্রিম নিতে পারেন ।
কাজ করার কারণঃ
টকদইঃ
দইয়ের মধ্যে রাইবো ফ্লেবিন বিদ্যমান । এটি ত্বকে নতুন কোষের গ্রোথ বাড়িয়ে দেয় যার ফলে ত্বক ইয়াং হয়ে ওঠে । এছাড়াও টকদইয়ে ল্যাকটিক এসিড আছে যা এটি হাত-পায়ের কালো দাগ,দূর করে দিয়ে ত্বককে ফর্সা করে তুলবে।
দুধঃ
তরল দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারি । দুধ আমাদের ত্বক থেকে কালো ও পুড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। তাই এই রেমেড়িতে আমি তরল দুধ ব্যবহার করেছি ।
ট্মেটোঃ
টমেটোর মধ্যে থাকা লাইকোফিন স্কিনকে UV রে হতে Protect করে । এর মধ্যে থাকা ভিটামিন ই স্কিনে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে হাত-পাকে টানটান ও ফ্রেস করে তুলবে।
নোটঃ
১। তরল দুধ কুসুম গরম করে নিবেন।
২। হাত-পায়ের কালো দাগ দূর করে হাত-পা ফর্সা করার জন্য এই রেমেড়িটি মাসে ২ বার ব্যবহার করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।