স্পোর্টস ডেস্ক : ম্যাচের বেশির ভাগ সময় একজন কম নিয়ে খেলেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল পিএসজি। লি হাভরেকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে এবং ম্যাচের শেষ বেলায় ভিতিনহার লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লুই এনরিকের দল।
লি হাভরের মাঠে শুরুটা একদম ভালো ছিল না পিএসজির।
খেলার দশম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। একজন কম নিয়ে খেললেও খানিকটা পরে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। উসমানে দেম্বেলের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন ফরাসি তারকা।
এর পরও গোলের বেশ কিছু সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের গোলসংখ্যা বাড়াতে পারছিলেন না এমবাপ্পে। সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলেরাও। ম্যাচের প্রায় পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলে শুরুর দিকে হজম করা গোলটি আর শোধ দিতে পারেনি লি হাভরেও।
বরং ৮৯ মিনিটে আরেকটি গোল হজম করে বসে তারা। ম্যানুয়েল উগার্তের অ্যাসিস্টে স্কোর ২-০ করেন ভিতিনহা।
লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল পিএসজি। লি হাভরেকে হারিয়ে নিসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৩৩, আর সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা নিসের অর্জন ২৯ পয়েন্ট।
নঁতের মাঠে ১-০ গোলে হেরে গেছে নিস। ইএসপিএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।