গ্রিসে গিয়ে হাবিবকে মনে পড়ল দেবের

দেব

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেতা দেব গত মার্চে মাসে প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন। সাত মাস পরে ফের প্রেমিকাকে নিয়ে গ্রিসে উড়ে গেলেন এই নায়ক। গ্রিসে এখন বেশ আনন্দময় সময় পার করছেন। এই আনন্দময় সময়ে হুট করেই মনে পড়ে গেল বাংলাদেশি গায়ক হাবিব ওয়াহিদকে।

দেব

গ্রিসের একটি লোকেশনে আট বছর আগে শুটিং করেছিলেন হাবিবের গাওয়া গান ‘তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকবো’ গানে। এই গানটি কলকাতার বিন্দাস সিনেমায় ব্যবহার করা হয়েছিল। হাবিবের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছিলেন ওপার বাংলার তুলসী কুমার। গানটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। মূলত দেবকে শীর্ষ নায়কের আসনে পৌঁছাতে এই গান সিঁড়ির কাজ করেছিল। দেবের সঙ্গে গানে স্ক্রিন শেয়ার করেছিলেন শ্রাবন্তী।

সম্প্রতি গ্রিসে প্রেমিকাকে নিয়ে বেড়াতে গিয়ে নস্টালজিক হয়ে যান। কিংবা গানের দৃশ্যায়নের সেই সান্তোরিনিকে ভুলতেই পারেননি দেব। যার ফলে সাগরের ফ্লোটিং বোটে দাঁড়িয়ে করা একটি ভিডিও পোস্ট করে গানের মিউজিক জুড়ে দিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক। একই সঙ্গে প্রশ্ন রেখেছেন, এটা কোন গান বলতে পারবেন? শুরুতেই বলে দিয়েছেন, আট বছর আগে এই গানের শুটিং হয়েছিল এখানে।

ভক্তরা একের পর এক উত্তর দিয়ে যাচ্ছেন। আর এবারের ভিডিওটি কে করেছেন? নিশ্চয়ই রুক্মিনি। যদিও হলফ করে কিছুই বলা যায় না।

সান্তোরিনি ভুলতে পারেননি দেব, ভুলতে পারেননি হাবিবকে, ভুলতে পারেননি আট বছর আগের সেই শুটিংয়ের দিনগুলোর কথা। তাই প্রেমিকাকেও নিয়ে গেলেন প্রিয় স্মৃতির সাগরতীরে। সান্তোরিনি ছাড়াও মাইনোকোসে ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি।

দেব-রুক্মিনির ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ছবি ও ভিডিওকে কেন্দ্র করে একসঙ্গে গ্রিস ভ্রমণের খবরের জানা গেছে সূচনা। একসঙ্গে ছবি না দিলেও, আলাদা আলাদা একই জায়গায় তোলা ছবি দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, এবারের অবকাশ যাপনও একই সঙ্গে করছেন।

স্বামী প্রবাসে, কৃষকের হাত ধরে উধাও স্ত্রী

গত বছরও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিনি। সেই সময়েও একসঙ্গে তোলা ছবি না দিয়ে, একই সময় একই জায়গায় তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে আছেন তারা। এরপর একই বছর আইসল্যান্ডে ঘুরতে যান তারা। একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও উঠেছে। যদিও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন।