আন্তর্জাতিক ডেস্ক : উল্কাপিণ্ড প্রকৃতির একটি স্বাভাবিক ঘটনা। তবে তুরস্কে যা হলো, তা নিয়ে বেশ দ্বন্দ্বে পড়ে গেছেন জ্যোতির্বিদরা। এমন উল্কা সচরাচর দেখা যায় না। আর দেখা গেলেও, এমন অশরীরী পরিবেশ তৈরি হয়না। এ কি এলিয়েনের কোনো মহাকাশযান নাকি?
ঘটনা শনিবার (২ সেপ্টেম্বর) রাতের। তুরস্কের পূর্বাঞ্চলের গুমুশান প্রদেশের একটি মাঠে বেলুন নিয়ে খেলছে এক শিশু। একজন ব্যক্তি তা ভিডিও করছিলেন। এর মধ্যেই দেখা যায় আকাশে একটি সাদা গোলাকার আলো।
A large green meteor was spotted blazing through the sky in Turkey moments ago.
Wow. pic.twitter.com/eQEYLG2ihB
— Nahel Belgherze (@WxNB_) September 2, 2023
মুহূর্তেই সেই আলো সবুজ বর্ণ ধারণ করে। আকাশে ছুটতে শুরু করে আলোটি। কালো মেঘের আড়ালে সবুজ রং। আঁৎকে উঠেন ভিডিও করা ব্যক্তিটি। পরে জানা যায়, এটি একটি উল্কা ছিল।
এমন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) শেয়ার করেছেন অনেকে। এই ভিডিওতে দেখা যায়, শান্ত রাস্তায় চলছে একটি গাড়ি। হুট করেই আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুট দিয়েছে একটি সবুজ আভা।
WATCH: Meteor lights up the sky in Turkey pic.twitter.com/DEhaVdOTjA
— BNO News (@BNONews) September 2, 2023
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দুইটি ভিডিওতে একই উল্কাপিণ্ড দেখা গেছে। আর তা স্বাভাবিক উল্কার মতোই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।