সবুজ শাড়িতে নুসরাতের নতুন লুক তুমুল ভাইরাল

নুসরাত

বিনোদন ডেস্ক : নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে।

নুসরাত

তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই। সম্প্রতি নিজের বোল্ড লুকের জন্যই চর্চার আলোয় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নুসরাত জাহান ভীষণভাবে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ইনস্টারিল ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ার পাতায়।

এছাড়াও সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর একাধিক ফ্যানপেজ রয়েছে, যেখান থেকেও অভিনেত্রীর একাধিক ভিডিও ও ছবি শেয়ার করা হয়ে থাকে, যা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয় তার অনুরাগীদের মাঝে। অনুরাগীরাও রীতিমতো অভিনেত্রীর একঝলক পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। তবে সম্প্রতি নুসরাত জাহানকে এই ফরেস্ট গ্রীন শাড়িতে দেখে মুগ্ধ তার অগণিত ভক্তমহল।

সম্প্রতি অভিনেত্রীর এই লুক ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে। নিঃসন্দেহে এই সাজে চূড়ান্ত সুন্দরী লাগছে অভিনেত্রীকে। একটি ফরেস্ট গ্রীন রঙের শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর। সিকুইন শাড়ি পরেছিলেন তিনি। পাশাপাশি পরেছিলেন মানানসই ডিজাইনার ব্লাউজও। খোপায় দিয়েছিলেন লাল গোলাপ। কানে পরেছিলেন চাঁদবালি দুল। হাতে ছিল মানানসই চুড়িও। পাশাপাশি হাতে মেহেন্দি পরেছিলেন অভিনেত্রী। নোয়াও ছিল তার হাতে।

বিকেলের নাস্তায় নুডলসের কাবাব

বলাই বাহুল্য, অনুরাগীরা চোখ ফেরাতে পারেননি তাদের প্রিয় অভিনেত্রীর দিক থেকে। এই পোশাকে হাসিমুখেই একাধিক ছবি তুলতে দেখা গিয়েছে নুসরাত জাহানকে। তার এই অপরূপ সুন্দর সাজটি সেট করেছেন কিয়ারা সেন। এই সাজে একাধিক পোজে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি নিজের সেই ছবিগুলির সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান।