Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home তিস্তার বালুচরে ফসলের সবুজ ঢেউ
    অর্থনীতি-ব্যবসা কৃষি

    তিস্তার বালুচরে ফসলের সবুজ ঢেউ

    Saiful IslamFebruary 25, 20234 Mins Read
    Advertisement

    আফতাবুজ্জামান হিরু : উত্তরাঞ্চলের তিস্তার বুকে এখন ধু-ধু বালুচর। রুপালী এই বালুচরে আলু, পেঁয়াজ, ভুট্টা, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচসহ নানা ফসলের ঢেউ তুলেছেন চরাঞ্চলের কৃষকরা।

    ফসলের সবুজ ঢেউ

    তিস্তাচরের অবহেলিত এই চাষীদের দাবি, সরকারের কোনও নীতি-সহায়তা না পেলেও নিজেদের বুদ্ধি ও অর্থ খরচ করে তপ্ত বালুচরে এমন সবুজের সমারোহ তৈরি করেছেন তারা। তবে উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়া নিয়েও শঙ্কায় আছেন তারা।

    সরেজমিনে তিস্তা নদীর বিভিন্ন চর এলাকায় দেখা গেছে, মাইলের পর মাইল, একরের পর একর আলু, মিষ্টি কুমড়া, পেঁয়াজ-রসুন, ভুট্টাসহ নানা ফসলের সমাহার। তপ্ত চরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষবাসে অমানবিক শ্রম দিয়ে যাচ্ছেন নারী-পুরুষরা।

       

    চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বর্ষা মৌসুমে তিস্তার চরে আমন ধান চাষ হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এলাকার চাষীরা বিভিন্ন ধরনের রবিশস্য চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় কমবেশি সবখানেই ফলন ভালো হয়েছে।

    কৃষকরা জানান, আগে তিস্তার চরাঞ্চলগুলো পতিত ছিল। অন্য ফসলের আশানুরূপ ফলন না হওয়ায় এসব জমিতে ফসল ফলানো হয়নি।

    এখন আধুনিক পদ্ধতিতে এসব চরে নানামুখী রবিশস্য চাষ করা হচ্ছে। এতে ভালো ফলন এবং দামও পাওয়া যাচ্ছে। ধান, গম চাষ করলে যে লাভ হয়, এর চেয়ে দ্বিগুণ লাভ হয় রবিশস্যে।

    বিশেষ করে ভুট্টা চাষে বেশ লাভবান হচ্ছেন তারা। প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত ভুট্টা হয়। যার মূল্য প্রায় ৩০ থেকে ৩২ হাজার টাকা। আর ব্যয় হয় বিঘা প্রতি ১০-১২ হাজার টাকা। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টাচাষীরা বেশ লাভবান হবেন।

    চর চল্লিশার কৃষক আমজাদ মিয়া (৫৫) বলেন, “বাফুরে হামারাতো চরের মানুষ, চরেই হামার সব।তিন-চার মাস হামরা আবাদ সুবাদ করি। সরকার তো হামাক কিছু দেয় না। আর যদি হামার আবাদের সঠিক দামও না দে, তাহলে হামার মরণ দশা। তোমরা একনা সরকারোক কনতো হামার ফসলের ভাল দাম দেয়।”

    তিনি আক্ষেপ করে আরো বলেন, “সেচ-সার-বীজ, ভর্তুকি, কৃষিঋণ দূরের কথা, কৃষি বিভাগের পরামর্শটুকুও পাইন্যা।”

    তবে কৃষক আজিজুল ইসলাম (৪৫) উপজেলা কৃষি অফিস থেকে কুমড়া চাষের বীজ ও সার দেওয়া হয়েছে বলে জানান।

    তিনি জানান, এবারে তিস্তার বালু চরে মিষ্টিকুমড়ার বাম্পার ফলন হয়েছে। একেকটি গর্তে চারটি করে চারা লাগিয়েছেন। প্রতিটি গাছ থেকে ১০ থেকে ১৫টি করে কুমড়া উঠবে। ভালো দাম বিক্রি করতে পারলে বেশ লাভ পাবেন।

    মহিপুর এলাকার তিস্তাচরের কৃষক আমিনুল ইসলাম (৪০) এর সঙ্গে কথা হয়। তিনি বলেন, “ভাই একটা এনজিও থেকে কিস্তির উপর পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকা দিয়ে জমির আবাদ করেছি।

    “কিন্তু এখন ফসলের দাম না পেলে আমরা মাঠে মারা যাব।আমাদেরকে কিস্তির জ্বালায় বাড়ি থেকে পালিয়ে থাকতে হবে। সরকার যদি ফসলের দাম ঠিকমত দেয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না ।”

    লক্ষ্মিটারী এলাকার কৃষক নওফেল মিয়া (৫০) অভিযোগ করেন, “আমরা কৃষি অফিসে সাহায্য বা পরামর্শের জন্য গেলে সেভাবে পাই না। সার বা বীজ পেলে আমাদের জন্য ভালো হতো।”

    রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে- রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তার নদীবেষ্টিত ১৫৪টি চরের জমির পরিমাণ সাড়ে ১৯ হাজার হেক্টর। এর মধ্যে আবাদযোগ্য প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে ৩৩ প্রকার ফসলের চাষবাদ হচ্ছে।

    রংপুর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যাক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, চরের কৃষকরা যাতে দ্রুত তাদের কৃষিপণ্য বাজারে নিয়ে আসতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে কৃষকরা লাভবান হবেন।

    “কৃষকরা যত লাভবান হবে তত আমাদের উন্নয়নের বিপ্লব ঘটবে। তাই আমি সরকারকে বলবো কৃষকের দিকে নজর দেওয়ার জন্য।”

    লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চরের মানুষের জন্য কাজ করছি। কোনো চর যাতে করে পড়ে না থাকে সেদিকে লক্ষ্য করে কৃষকদের চাষাবাদের পরামর্শ দিচ্ছি। লালমনিরহাট সদরে যে কয়টি চর জেগেছে সেগুলোতে বিভিন্ন রকমের আবাদ হয়েছে।

    “আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা বাদেও আমি নিজেও প্রতিদিন মাঠে গিয়ে চরের কৃষকদের সাথে কথা বলছি এবং বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছি।”

    রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, প্রতি বছর উত্তরের চরগুলোতে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে। এবার রংপুর অঞ্চলে প্রায় এক লাখ হেক্টর চরের জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে।

    উৎপাদন দ্বিগুণ করতে চরাঞ্চলের কৃষকদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “চরের কৃষির উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়াও অনাবাদি জমিগুলোকে চাষের আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো জমি চাষাবাদ করতে কৃষকদের যাতে সমস্যা না হয় সেদিকটা নিয়ে আমরা কাজ করছি। এবং সরকারের পক্ষ থেকে আমরা কৃষকদের সার্বক্ষণিক খোঁজখবর করছি।”

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও উন্নয়ন গবেষক কুন্ডলা চৌধুরী বলেন, “চরাঞ্চলের বাসিন্দান্দের জন্য কৃষিতে বিশেষ ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তালিকা প্রণয়নের মাধ্যমে তাদেরকে জলবায়ু ঝুঁকিবীমার আওতায় আনতে হবে।

    তিনি আরও বলেন, প্রতি বছর দেশে শূন্য দশমিক ৭০ শতাংশ কৃষি জমি কমছে। কিন্তু পরিমাণ বাড়ছে চরের। তাই চরের কৃষি ব্যবস্থাপনায় বিশেষ প্রকল্পের পাশাপাশি বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগ সহনীয় নানা রকম ফসলের জাত উদ্ভাবনের ওপর নজর দেওয়া জরুরি। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা কৃষি ঢেউ তিস্তার ফসলের বালুচরে সবুজ?
    Related Posts
    Bank

    এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

    November 6, 2025
    পাঁচ ব্যাংক

    পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

    November 6, 2025
    Brak-Bank

    ব্রাক ব্যাংকে কত মাসের এফডিআরে সুদের হার কত? রইল বিস্তারিত

    November 6, 2025
    সর্বশেষ খবর
    Bank

    এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

    পাঁচ ব্যাংক

    পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

    Brak-Bank

    ব্রাক ব্যাংকে কত মাসের এফডিআরে সুদের হার কত? রইল বিস্তারিত

    Mudra

    অক্টোবরের মূল্যস্ফীতি ৩৯ মাসের সর্বনিম্নে

    একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে ওষুধ কিনলেই ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

    ৫ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ

    ভেঙে দেওয়া হলো ৫ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ

    স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৫

    সরকারি অনুদান গ্রহণে ৭৮ লাখের বেশি উপকারভোগীর পছন্দ নগদ

    Gold

    স্বর্ণ, টাকা বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস

    Onion

    পেঁয়াজের দাম নিয়ে বড় দু:সংবাদ, একদিনেই কেজিতে বাড়লো ২০ টাকা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.