Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ডের হিমবাহগুলোতে প্রতি বছর গড়ে ২৫ মিটার করে বরফ গলে যাচ্ছে। মাত্র দুই দশক আগেও যা ৫-৬ মিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল। বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির কারণে গত ২০ বছরের তুলনায় পাঁচ গুণ গতিতে গলছে এ বরফ।
শুক্রবার এ তথ্য জানিয়েছেন ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাদের মতে, হিমবাহ গলে যাওয়ায় সাগরের পানিও আশঙ্কাজনক হারে বাড়ছে। খবর রয়টার্সের।
বিজ্ঞানীদের মতে, হাজার বছর ধরে জমাট বেঁধে থাকা এই হিমবাহ পুরোপুরি গলে গেলে সুমদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২০ ফুট বেড়ে যাবে। ১৩০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিজ্ঞানীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।