জুমবাংলা ডেস্ক : নতুন শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রশ্নের মুখে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
চবি উপাচার্যের নামে দেয়া শুভেচ্ছাবার্তার অর্থের উৎস জানতে চেয়ে বুধবার (১৭ জানুয়ারি) চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
চিঠিতে ডেইলি স্টার, ডেইলি সান, বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি অবজারভার, সমকাল, বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ পত্রিকায় বিজ্ঞান দেয়ার তথ্য উল্লেখ করে বলা হয়, চবি উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চার কালার বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
ওই বিজ্ঞাপন কতটি পত্রিকায় প্রকাশ হয়েছে এবং এর খরচ কোন খাত থেকে দেয়া হবে সে বিষয়ে জানতে চেয়েছে ইউজিসি।
পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা কেন মানা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতেও নির্দেশনা দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।