সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে পৌনে দুইশ লিটার টিসিবির সয়াবিন তেলসহ এক মুদি দোকানিকে আটক করা হয়েছে।
রোববার (০৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহিলীপাড়া এলাকা থেকে টিসিবির দুই লিটারের ৮৮টি বোতলসহ তাকে আটক করা হয়।
আটককৃত মুদি দোকানির নাম মো. রফিকুল ইসলাম (৪০)। তিনি পৌরসভার সাহিলীপাড়া এলাকার মৃত সুরুজ খানের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন। এ সময় মানিকগঞ্জ সদর থানা পুলিশ সহযোগিতা করেন।
পুলিশ জানায়, আটককৃত রফিকুল ইসলামের মুদি দোকানে টিসিবির সয়াবিন তেল থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পৌরসভার বেউথা ব্রীজের দক্ষিণ প্রান্তের আরেক ব্যবসায়ী আবুল হোসেনের নিকট হতে এসব তেল ক্রয় করার কথা স্বীকার করেন রফিকুল ইসলাম।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। এর সাথে আরো যারা জড়িত আছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকেও গ্রেফতার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।