জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের মুদি দোকানদার মতিয়ার রহমান (৫০) মঙ্গলবার ভোরে মসজিদে নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হতেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মতিয়ার রহমান বাগাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার আজিজুর রহমান বটুর ছেলে।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, মাঝের পাড়ার মতিয়ার রহমান মুদি ব্যবসায়ী ভোর রাতে সেহরি খেয়ে মসজিদে নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়া মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। ২টি গুলির মধ্যে ১টি গুলি তার হাঁটুর নিচে লাগে।
তিনি আরও জানান ২০২৪ সালের ১৭ জানুয়ারি সোনা চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের শামীম ও মন্টুকে গুলি করে হত্যা করে ভারতে পালিয়ে যায় সোনা চোরাচালানী আকালে। সে সময় মতিয়ার রহমান বলেছিল আকালে কত টাকার মালিক হয়েছে যে দুইজনকে গুলি করে হত্যা করল।
সে সময় মতিয়ার হত্যাকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে থানায় মামলা দায়েরে সহযোগিতা করেছিলেন। সেই শত্রুতার জেরে তাকে গুলি করা হতে পারে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, সীমান্তের বাগাডাঙ্গা গ্রামে প্রতিহিংসার জের ধরে মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে ২ রাউন্ড গুলি করা হয়েছে। একটি গুলি তার পায়ে লেগে বের হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। গুলি যেই করুক দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।