বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রক। এই চ্যাটবটটিকে সম্প্রতি এক্স প্লাটফর্মেও ব্যবহার করা যাচ্ছে। তবে তা শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস অ্যাকাউন্টধারীরা এই প্লাটফর্ম ব্যবহার করতে গত বছর ইলন মাস্ক এক্স এআই এর ঘোষণা দিয়েছিল। তখন প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এই চ্যাটবট ব্যবহার করতে পারছিলেন। যারা মাসে ১৬ ডলারের সাবস্ক্রিপশন নিয়েছিলেন তারাই এটি ব্যবহার করতে পারতেন। আর এখন আট ডলার খরচা করলেই এই চ্যাটবটের ব্যবহার করা যাবে।
গ্রকে চ্যাট করার ক্ষেত্রে রেগুলার মোড আর ফান মোডে চ্যাট করতে পারবেন। অন্য যেকোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মতো এটিও কিছু ভুল তথ্য দিয়ে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক শোরগোল পাওয়া যাচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্চ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।