বিড়াল পালা নিয়ে রাশিয়ার আদালতে যুগান্তকারী রায়

আন্তর্জাতিক ডেস্ক : বিড়াল পালার কারণে এক অপরাধীর পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করে দিয়েছে রাশিয়ার একটি আদালত। দেশটির সাইবেরিয়ার একটি আদালতের এমন রায় ইতিহাসে নজিরবিহীন।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ৪৮ বছর বয়স্ক এক ব্যক্তিকে গুণ্ডামি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত করেছিল আদালত। দেশটির কেমেরোভো শহরে তিনি মাতাল অবস্থায় তার অস্ত্র দিয়ে পথচারিদের ভয় দেখান। পরে পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠায়। সেখানে তিনি তার সকল দোষ স্বীকার করে নেন। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে প্রমাণ পায় আদালত।

দুই মামলায় মোট পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। কিন্তু তারপর বিশেষ কিছু বিবেচনার প্রেক্ষিতে তার কারাদণ্ড মওকুফ করে দেয়া হয়। কারাদণ্ড মওকুফের জন্য আদালত যেসব কারণ উল্লেখ করেছে সেগুলো হচ্ছে, তিনি বিড়াল পালেন, তিনি ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করেছেন এবং তার শারীরিক অবস্থা ভালো নয়।

এর আগে রাশিয়ার ইতিহাসে এমন নজির আর দেখা যায়নি। রাশিয়ার ক্রিমিনাল ল-তেও বিড়ালের মালিক হওয়ার জন্য সাজা মওকুফের কথা উল্লেখ নেই। শুধুমাত্র অপরাধীর সন্তানের দেখাশুনার মতো কেউ না থাকলেই এমন সুযোগ দেয়া হয়।

বিজ্ঞাপন
কিন্তু এবার বিড়ালের ভালোর কথা চিন্তা করে তার মালিককে মুক্তি দিলো আদালত।