জুমবাংলা ডেস্ক : গত কয়েক বছরে নানা হয়রানি ও প্রতারণার কারণে শ্রমবাজারে নারী শ্রমিকদের প্রবেশে যে ঘাটতি তৈরি হয়েছিল, তা অনেকটা কাটতে শুরু করেছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, এ বছরের প্রথম চার মাসেই নারী জনশক্তি রফতানি আগের মাসের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে গত চার মাসে বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন ৪৩ হাজার ৬১০ জন নারী।
জনশক্তি রফতানি খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারি করোনার প্রভাব কেটে যাওয়ায় অনেক দেশেই কাজের নতুন সুযোগ হয়েছে। সেখানে পুরুষের পাশাপাশি রয়েছে নারীদের চাহিদাও। অন্যদিকে শ্রমবাজারে যেতে মানুষ এখন অনেকটা সচেতন। ফলে হয়রানি ও প্রতারণার প্রবণতা কমে আসছে। তবে বিদেশে নারীদের কর্মপরিবেশে নিরাপত্তা ও ন্যায্য মজুরি নির্ধারণে এখনো অনেক বৈষম্য রয়েছে। এ বিষয়গুলোতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
বিএমইটি’র তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন ৪৩ হাজার ৬১০ জন নারী। এর মধ্যে জানুয়ারি মাসে গেছেন ১০ হাজার ২৯০ জন, ফেব্রুয়ারিতে গেছেন ১০ হাজার ৬১২ জন। মার্চে এই সংখ্যা বেড়ে হয় ১১ হাজার ২১১ জন। সবশেষ এপ্রিল মাসে এই সংখ্যা আরেকটু বেড়ে হয়েছে ১১ হাজার ৪১৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।