জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। মানুষ আজ ভোট দিতে পারে। আর্থ-সামাজিক উন্নয়ন করেছি। এমন কোনো এলাকা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১৫ বছরে বদলে গেছে বাংলাদেশ। উত্তরাঞ্চলে মঙ্গা দেখা যায় না। পার্বত্য অঞ্চলে সহিংসতা দেখা যায় না। পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা, খাগড়াছড়ি জেলায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পাঁচ জেলার জনসভায় লাখ লাখ কর্মী-সমর্থক আওয়ামী লীগের সভাপতির বক্তব্য শোনেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।