জুমবাংলা ডেস্ক : উচ্চশিক্ষায় গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের ভোগান্তি না কমে বরং জটিলতার সৃষ্টি হয়েছে। গত বছর এই পদ্ধতি থেকে অনেক বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চাপে তা সম্ভব হয়নি। তবে এ বছর পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। এতে গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগামী শিক্ষাবর্ষে গুচ্ছে থাকতে চায় না ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ (শেকৃবি) আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেলে বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়বে গুচ্ছ ভর্তি।
গত ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে। পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
আগামী শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী কালের কণ্ঠকে বলেন, ‘গুচ্ছ ভর্তি ছিল আগের বছর চাপিয়ে দেওয়া একটি সিদ্ধান্ত।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কোনো মতামত নেওয়া হয়নি। সম্প্রতি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বৈঠকে আমি জানিয়ে দিয়েছি, আমরা গুচ্ছে থাকতে চাই না। এরই মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠক করেছি। সেখানে নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া পরিচালনার ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকতে বলেছি।’
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় না থাকার ব্যাপারে গত শিক্ষাবর্ষ থেকেই আলোচনা করছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
শরীফুল আলম সুমন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।