আন্তর্জাতিক ডেস্ক : কুকুর এমন এক প্রাণী, যে খুব সহজেই পোষ মানে। সাধারণত একটি কুকুরের গড় আয়ু ১০ থেকে ১৩ বছরের মধ্যে হয়। তবে ব্যতিক্রমও রয়েছে। যেমন জিনো নামের একটি কুকুরের বয়স চলতি মাসের ১৫ তারিখে ২২ বছর ৫২ দিন হয়েছে।
শুধু তা-ই নয়, গিনেস রেকর্ডস অনুযায়ী জিনোই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর।
জিনোর পুরো নাম জিনো উলফ। বাড়ি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। তার পালক আ্যলেক্স উলফ জানিয়েছেন, জিনোর দীর্ঘায়ুর পেছনে নিয়মিত স্বাস্থ্যকর খাবার, চিকিৎসকের পরামর্শ আর যত্ন রয়েছে। দীর্ঘদিন বেঁচে থাকার জন্য জিনোর আগ্রহকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।
অ্যালেক্স জানিয়েছেন, জিনো ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর জন্মেছে। এর দুই বছর পর তারা তাকে একটি সংস্থার কাছ থেকে দত্তক নেন। সেদিন থেকেই তারা জিনোকে অনেক যত্নে রেখেছেন।
অ্যালেক্সের দাবি, জিনো যখন ছোট ছিল, তখন বাকি কুকুরদের সঙ্গে সমুদ্রের ধারে খেলত। বাড়ির পেছনে ছুটে বেড়াত। এখন বার্ধক্যের কারণে তার বেশি ঘুম এবং উষ্ণতা পছন্দ। চোখের দৃষ্টি আগের চেয়ে খানিক কমেছে তার।
আ্যলেক্স জানিয়েছেন, জিনোর নাম গিনেস বুকে ওঠায় তিনি খুশি। সে কারণে তিনি জিনোকে নিয়ে গাড়িতে লম্বা সফর করেছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel