গুজরাটে কয়েকজন মুসলিমকে খুঁটিতে বেঁধে পেটাল পুলিশ

পেটাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যে কয়েকজন মুসলিমকে খুঁটিতে বেঁধে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আলজাজিরা জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছে।

পেটাল পুলিশ

মুসলিমদের এভাবে খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে মারধরকে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ উল্লেখ করে সংগঠনটি বলেছে, এর মধ্য দিয়ে আইনের প্রতি সম্পূর্ণ অসম্মান করা হয়েছে। গুজরাটের খেদা জেলার উধেলা গ্রামে গত মঙ্গলবার ওই পিটুনির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিকে একটি খুঁটির সঙ্গে আটকে রাখা হয়েছে। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাদের পেটাচ্ছেন। ওই সময় বহু মানুষ পাশে দাঁড়িয়ে উল্লাস করছিল। মুসলিম যুবকদের মারধর করার পর উপস্থিত জনতার কাছে মাফ চাইতে বলা হয়। এরপর পুলিশের একটি গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় পাথর নিক্ষেপ করেছে।

এলইডি লাইট কি সত্যিই শরীরের ক্ষতি করে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক টুইটার পোস্টে বলা হয়েছে, গুজরাট পুলিশকে মনে করিয়ে দিতে চাই যে সাজা দেওয়া কখনো আইন প্রয়োগকারী বাহিনীর পদক্ষেপ হতে পারে না। তা সেটা যত কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হোক না কেন। এ ক্ষেত্রে তারা স্পষ্টভাবে বৈধতা, প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং জবাবদিহির নীতিকে অগ্রাহ্য করেছে।