গু.লি.র ঘটনায় যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সমাবেশে ব..ন্দু.ক হা.ম.লার ঘটনায় নিজের অবস্থা জানিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Trump

তিনি সামাজিক মাধ্যম ট্রুথে বলেন, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হা.ম.লা.কারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হা.ম.লা.কারী নিহত হয়েছেন।

গু.লিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গু.লি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।

ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে গু.লিতে যিনি নিহত হয়েছেন, তার পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজনের পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই।

রানির এই শাড়িটির দাম শুনলে চমকে যাবেন আপনিও

হা.ম.লা.র পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এসময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। রিপাবলিকান পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ট্রাম্পকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। আপাতত তিনি শঙ্কামুক্ত।