আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়াতে নির্বাচনের প্রচারণা চালানোর সময় গু..লিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি ওই এলাকা ছেড়েছেন বলে জানিয়েছেন পেনসিলভানিয়ার গভর্নর জস শাপিরো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, সিক্রেট সার্ভিসের প্রোটকলে ডোনাল্ড ট্রাম্প বাটলার এলাকা ছেড়েছেন। ট্রাম্প সুস্থ থাকায় তিনি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেন। খবর বিবিসি
নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকধারীর হামলার ঘটনায় পেনসিলভানিয়ার গভর্নর সাবেক প্রেসিডেন্টকে রক্ষার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসাও করেছেন।
জস শাপিরো বলেন, কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তিনি এ হামলার ঘটনা তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবেন। এছাড়া এই হামলার ঘটনায় যারা গু.লিবিদ্ধ হয়েছে, তাদের বিষয়ে তদন্তে পেনসিলভানিয়ার পুলিশকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমানটি নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বিমান থেকে হেঁটে হেঁটে নিচে নামছেন। তবে তিনি নিউ জার্সিতে কোথায় যাবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও বেডমিনিস্টারের কাছেই ট্রাম্পের একটি গলফ ক্লাব রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।