রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ‘হিট অফিসার’ খ্যাত বুশরা আফরিনের স্বামীর ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে এ অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা ও বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্যসহ নগদ অর্থ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
অভিযুক্তরা হলেন- আব্দুর রাব্বি, শাকিল আহম্মদ ও রনি মিয়া মামুন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের পাশাপাশি হিট অফিসার বুশরার জামাতা জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। যাদের বেশিরভাগই বারটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে জানা গেছে।
অভিযানে প্রায় সাড়ে চারকেজি বিভিন্ন ব্র্যান্ডের সিসা, একাধিক ব্র্যান্ডের সিসার কৌটা ও প্যাকেট এবং ১২ কেজি কোকোনাট চারকোল জব্দ করা হয়। এছাড়া দশটি হুক্কা ও আটটি পাইপ এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে এই সিসা লাউঞ্জে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ৩৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।