Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাইকের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছিল দুর্ঘটনার সংখ্যা। শহরের রাস্তাকে সুরক্ষিত করতে তাই দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
এক টুইট বার্তায় তিনি জানান, রাস্তায় অবৈধ বাইকের সংখ্যা বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল বাইকবাহিনীর দৌরাত্ম্যও। বাজেয়াপ্ত করা বাইকগুলোকে গুঁড়িয়ে দিয়ে সেই সব বাইকারকে বার্তা দিলাম, দৌরাত্ম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই কাজ করার চেষ্টা করলে বাইকের এমন হালই হবে বলেও জানান তিনি।
এরিক একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় দুই হাজার বাইক দাঁড় করানো। সেই বাইকগুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।