দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। শারীরিক অসুস্থতার কারণে আসানসোলে শো বাতিল করেছেন এই কণ্ঠশিল্পী। রোববার (৭ ডিসেম্বর) শো করার কথা ছিল তার। এছাড়াও শারীরিক অবস্থা বিবেচনায় আগামী শো-গুলো বাতিল করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার কারণে রামপুরহাটের একটি শো বাতিল করা হয়। এরপর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, নচিকেতার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। যা শীতে বেড়ে যায় এবং শীতে টানা শো থাকায় সমস্যা আরও বাড়ে।
দেবশ্রীকে ডিভোর্স কেন দিয়েছিলেন প্রসেনজিৎ? সত্যিটা জানিয়ে দিলেন অভিনেতা
এবার যদিও সারভাইকাল স্পন্ডিলাইটিস নয়, হার্টের রোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



