বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তবে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এ চিত্রনায়ক।
শনিবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন ওমর সানী।
পোস্টে তিনি লেখেন, ‘অনেকেই আমার খোঁজ নিয়েছেন কিন্তু কারো সঙ্গে কথা বলতে পারিনি। কারণ অসুস্থতা জেঁকে বসেছে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাতায়ালা যেন মাফ করেন। বাসায় আছি কারণ পরিবার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার।’
ভুলেও এই মিথ্যা কথাটি সঙ্গীকে বলবেন না, ভেঙে যেতে পারে সম্পর্ক
এর আগেও ৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ লিখে একটি পোস্ট করেছিলেন ওমর সানী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।