স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। এখনো তিনি আগের মতো উদ্যমী। চটপটে এবং সবকিছুতে তীক্ষ্ণদৃষ্টি রেখে কাজ করে চলেন।
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন এই হোয়াটমোর। তার অধীনেই ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছিল বাংলাদেশ।
বিপিএলে ফরচুন বরিশালের মেন্টর ডেভ বাংলাদেশে পা রেখেই স্মৃতিকাতর। পুরনোদের খোঁজ করছিলেন গত পরশু থেকে।
গতকাল কয়েকজনের দেখা পেয়ে বেশ আবেগি হলেন। যেন বহু বছর পর স্বজনদের কাছে মনের আবেগ খুলে কথা বলতে পারছেন।
এবার বিপিএলের টানে বাংলাদেশে আসতেই পুরনো শিষ্যদের দেখা পেয়েছেন তিনি। মাশরাফি বিন মুর্তজা তো কোচের প্রিয় পাগলা।
রবিবার মিরপুরের একাডেমি মাঠে সাবেক কোচের সঙ্গে দেখা হয়ে গেল মাশরাফিরও। দেখেই বুকে জড়িয়ে নিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর পর কিছুক্ষণ আড্ডাও চালিয়ে গেলেন দুজন। কিছুক্ষণের জন্য দুজনেই ফিরে গিয়েছিলেন অতীতে।
ক্রিকেটারদের মধ্যে পেসার মাশরাফির সঙ্গে একটু বেশিই সখ্যতা ছিল হোয়াটমোরের। ম্যাশকে ‘পাগলা’ বলেই ডাকতেন অস্ট্রেলিয়ার এই কোচ।
এর পর বাংলাদেশ ছাড়লেও হোয়াটমোরের সঙ্গে ক্রিকেটারদের সখ্যতা এখনো টিকে আছে।
এর আগে হোয়াটমোরকে বরিশালের কোচ বানানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি। তারা প্রধান কোচের দায়িত্ব দেয় দেশের মিজানুর রহমান বাবুলকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।