গুরুতর আহত হয়ে হাসপাতালে জেরেমি রেনার

অভিনেতা জেরেমি রেনার

বিনোদন ডেস্ক : দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হলিউড অভিনেতা জেরেমি রেনার। তুষার পরিস্কার করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারকার একজন মুখপাত্র রবিবার (১ জানুয়ারি) হলিউড রিপোর্টারকে জানিয়েছেন যে, আবহাওয়া-সম্পর্কিত দুর্ঘটনায় আহত হওয়ার পরে বর্তমানে হাসপাতালে রয়েছেন অভিনেতা। শুরুতে অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।

অভিনেতা জেরেমি রেনার

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে রেনারের পরিবার তার সাথে রয়েছে এবং অভিনেতার দেখভাল করছে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডেডলাইন’ অভিনেতার দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করেছিল।

যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালায় লেক তাহোয়ের উপরে একটি খামারের মালিক রেনার। এই অঞ্চলটিতে নববর্ষের প্রাক্কালে শীতকালীন ঝড়ের আঘাতে ৩৫ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ তুমুল তুষারঝড়ে আক্রান্ত হয়েছে। দেশব্যাপী কমপক্ষে ৬০ জন মারা গেছে। ১৩ ডিসেম্বর টুইটারে এই অঞ্চলের তুষারপাতের একটি ছবিও শেয়ার করেছেন রেনার। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘লেক তাহোর তুষারপাত কোন রসিকতা নয়। ’ সেই তুষার পরিস্কার করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন অভিনেতা।

প্রকাশ্যে রাজের ঠোটে শুভশ্রীর ঠোট, সমালোচনার ঝড়

৫১ বছর বয়সী এই অভিনেতা মার্ভেল চলচ্চিত্রে সুপারহিরো ক্লিন্ট বার্টনের চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। ‘দ্য হার্ট লকার’ এবং ‘দ্য টাউন’-এ অভিনয়ের জন্য দুটি একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছেন তিনি। মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজিতেও অভিনয় করেছেন তিনি। রেনারকে পরবর্তীতে দেখা যাবে ‘মেয়র অফ কিংসটাউন’-এর দ্বিতীয় সিজনে।