জুমবাংলা ডেস্ক : বর্তমানে ডিএমপিতে আট হাজার ৪৮০টি মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলা পর্যালোচনায় দেখা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটা ঘটনাগুলোর মামলা ছাড়া অন্যগুলোর অগ্রগতি ধীর। ডিএমপি বলছে, তাদের লোকবলের ঘাটতি নেই। সব মামলার তদন্ত যথাযথভাবে চলছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে অনেক রদবদল হয়েছে। এতে অনেক মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন। সাবেক সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
আসামিদের গ্রেপ্তারে অভিযান, গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর কাজ করছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তাকে একাধিক মামলার তদন্ত কর্মকর্তা করা হয়েছে। এতে একজন সব মামলার তদন্তে সেভাবে কাজ করতেও পারছেন না। এতে অন্য মামলা আড়ালে পড়ে যাচ্ছে। তবে পর্যায়ক্রমে এসব মামলার তদন্ত শেষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর বিভিন্ন থানায় ২৮৯টি মামলা হয়েছিল। এর মধ্যে ২২৮টি নাশকতা ও ৬১টি হত্যা মামলা ছিল। এই সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নির্দেশে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়।
সূত্র জানায়, তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পেয়ে এসব মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে মামলাগুলোর নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক মামলাও তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। গত ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক ঢাকা মহানগরের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, গুমসহ নানা অভিযোগে সাড়ে চার শতাধিক মামলা হয়েছে। বর্তমানে ডিএমপিতে আট হাজার ৪৮০টি মামলা তদন্তাধীন রয়েছে।
এসব মামলা পর্যালোচনায় দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলা ছাড়া অন্য মামলায় তেমন অগ্রগতি নেই। তদন্ত প্রক্রিয়া নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপিতে জনবল ঘাটতি নেই। যেকোনো অপারেশন পরিচালনার সক্ষমতা রয়েছে। এই জনবল দিয়ে প্রত্যেক মামলা আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না। বর্তমানে স্বাভাবিক তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক মামলাগুলোয় সরাসরি জনগণ সম্পৃক্ত। তাদের সামনেই ঘটনাগুলো ঘটেছে। তাদের সহযোগিতায় পুলিশ সহজেই আসামি চিহ্নিত করতে পারছে। তবে অন্য সব মামলার তদন্তের ক্ষেত্রে এমন না-ও হতে পারে। সেখানে কে বা কারা জড়িত, সেটা গভীর তদন্ত ছাড়া বের করা সম্ভব না। সে ক্ষেত্রে মামলার ফলাফল আসতেও সময় লাগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।