বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোয়াসার হলো কোয়াসি স্টেলার রেডিও সোর্সের সংক্ষিপ্ত নাম। এটি মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তু। এদের অবস্থান কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরবর্তী বেশ কিছু ছায়াপথের কেন্দ্রে। ধারণা করা হয়, মহাবিশ্বে প্রাথমিক পর্যায়ে ছায়াপথগুলো যখন সৃষ্টি হচ্ছিল তখনই কোয়াসারগুলোর উদ্ভব।
এসব ছায়াপথ কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের ভূমিকা আছে বলে ধরা হয়। এসব বিশাল আকৃতির ব্ল্যাকহোল তার আশপাশের হাইড্রোজেন গ্যাস এবং অন্যান্য মহাজাগতিক বস্তুকণাকে গ্রাস করে নেওয়ার সময় ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজনের বাইরের অংশে তীব্র বিকিরণ সৃষ্টি হয়েছিল।
এই বিকিরণ আলোকরশ্মি এবং রেডিও তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়েছিল। কয়েক বিলিয়ন বছর পর এই অতি উজ্জ্বল রেডিও বিকিরণ কোয়াসার হিসেবে পৃথিবীর দুরবিনে ধরা পড়ে।
এর কেন্দ্রে রয়েছে ব্ল্যাকহোল, যা কোয়াসারের আশপাশের বিভিন্ন উপাদানকে প্রতিনিয়ত গিলে ফেলে।
এটা ঠিক, মহাশূন্যে সাঁতাররত বিভিন্ন ধরনের কোয়াসার পর্যবেক্ষণ করা কঠিন। কারণ এগুলোর ঔজ্জ্বল্যে আশপাশের বিভিন্ন কাঠামো দেখতে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সম্প্রতি নাসার হাবল টেলিস্কোপের দুর্দান্ত সক্ষমতাকে কাজে লাগিয়ে কোয়াসারের কেন্দ্রটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন গবেষকরা।
নতুন গবেষণায় নেতৃত্ব দেন ফ্রান্সের ‘কোত দ্য’জুর’ মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী বিন রেন। গবেষকরা দেখতে পান কোয়াসারের আশপাশের এক অদ্ভুত কাঠামো। যার মধ্যে রয়েছে রহস্যময় এক ‘এল’ আকৃতির ফিলামেন্ট ও বিভিন্ন আকারের বেশ কয়েকটি ব্লবের মতো বস্তু। তারা দাবি করেন, ‘হাবল টেলিস্কোপের কারণে আমরা কোয়াসারের আশপাশের এমন বিশদ তথ্য পাচ্ছি, যা আগে দেখিনি।’
পৃথিবী থেকে ২৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ‘৩সি ২৭৩’ নামের এই কোয়াসারটি। আর এটিই প্রথম আবিষ্কৃত কোয়াসার। ১৯৬৩ সালে এটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী মার্টেন স্মিট।
মহাবিশ্বকে বোঝার জন্য ‘৩সি ২৭৩’-এর মতো কোয়াসার সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। কারণ বিগ ব্যাংয়ের প্রায় ৩০০ কোটি বছর পর সবচেয়ে সাধারণ বিষয় ছিল কোয়াসার। কমপক্ষে ১০ লাখ কোয়াসার মহাকাশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা আমাদের দূরবর্তী ছায়াপথ ও বিভিন্ন মহাজাগতিক কাঠামো গবেষণায় ‘মহাজাগতিক টর্চ’ হিসেবে কাজ করে।
সূত্র : ডেইলি সায়েন্স.অর্গ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।