বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সোমবার (২ অক্টোবর) মাঝরাতে হঠাৎ ফেসবুকে ঢুঁ দিতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। লক্ষ্য করলেন, ফেসবুক পেজ দুটোর এখন তার নিয়ন্ত্রণে নেই। অর্থাৎ তার দুটো ফেসবুক পেজই হ্যাক হয়েছে। একইসঙ্গে বিপদে ফেলা হ্যাকারের তথ্য জানতে পারলে তাকে তা জানানোর অনুরোধও করেছেন এই কণ্ঠশিল্পী।
ফাহমিদা নবীর কথায়, ‘আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। এই মুহূর্তে এই পেইজ দুটো থেকে ফাহমিদা নবী হয়ে যে কমেন্ট বা উত্তর দেবেন তিনিই সম্ভত তার ফেসবুক হ্যাককারী। এখান উদ্ধারের উপায় খুঁজছি।’
পেজ দুটি উদ্ধারে আজ (৩ অক্টোবর) আইনের আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছেন ফাহমিদা নবী।
এদিকে, নতুন গান প্রকাশের পাশাপাশি জনপ্রিয় গানগুলো নতুন করে কণ্ঠে তুলছেন ফাহমিদা নবী। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর ‘তুমি এলে তাই’ শিরোনামের একটি গান। সুলতানা নুরজাহান রোজির কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।