হ্যাকাররা যেভাবে বিভিন্ন সাইটে ম্যালওয়্যার ছড়াচ্ছে

হ্যাকার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হ্যাকাররা কৌশলে বিভিন্ন ওয়েবসাইটে ‘ফিশিং’ প্রচারণার মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে ব্যবহারকারীর ডিভাইসে। এতে সংক্রমণের শিকার হয়েছে অ্যাডাল্ট শ্রেণিভুক্তসহ ১৬ হাজারের বেশি ওয়েবসাইট।

হ্যাকার

এ ফিশিং প্রচারণার বিষয়টি ফাঁস করেছেন অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাভাস্ট’-এর সাইবার নিরাপত্তা গবেষক জ্যান রুবিন এবং পাভেল নোভাক।

সাইটের কনটেন্ট দেখতে ব্যবহারকারীকে ব্রাউজার ‘আপডেট’ করতে হবে, সাইটগুলোতে এমন বার্তা পাঠাচ্ছে হ্যাকাররা।

স্মার্টফোনের র‍্যাম নিয়ে টেকনোর অভিনব প্রতারণা

দুর্বল লগ-ইন ব্যবস্থার কারণে ১৬ হাজারের বেশি ‘ওয়ার্ডপ্রেস’ ও ‘জুমলা’ হোস্ট করা ওয়েবসাইট জব্দ করেছে একটি অজানা ‘থ্রেট অ্যাক্টর’।

অ্যাডাল্ট কনটেন্ট ওয়েবসাইট, ব্যক্তিগত ওয়েবসাইট, ইউনিভার্সিটি সাইট এবং বিভিন্ন স্থানীয় সরকারের পেজ এই ‘ফিশিং’ প্রচারণার ভুক্তভোগী বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।