জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে সাত দফা নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। এ কারণে ওই সময় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। জানাজা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে।
ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বিকল্প সড়ক নির্দেশনা
১. মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন:
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট/সোনারগাঁও অভিমুখে চলবে।
২. ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ (ইন্দিরা রোড) গামী যানবাহন:
ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে, এরপর লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।
৩. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন:
ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট হয়ে গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে চলবে।
৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন:
আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট ক্রসিংয়ে যাবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন:
খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে, এরপর লেক রোড–আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে চলবে।
৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি-২৭ গামী যানবাহন:
মানিক মিয়া অ্যাভিনিউয়ের ব্লকেড সরিয়ে নেওয়া হবে। ফলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে যাবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন:
জানাজা চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) এক্সিট র্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এ ছাড়া শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলতে এবং ঘোষিত বিকল্প সড়ক অনুসরণ করতে নগরীর সব যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



