ধর্ম ডেস্ক : হজরত উবাই ইবনে কাব রা. ছিলেন একজন বিখ্যাত সাহাবি। তিনি আনসারদের খাযরাজ গোত্রীয় লোক। তাঁর উপনাম আবুল মুনযির। তাঁকে এ উপনামটি দিয়েছিলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মদীনার যে ৭০ জন সাহাবী ‘আকাবার দ্বিতীয় বাইয়াতে অংশগ্রহণ করেছিলেন, তিনিও তাদের মধ্যে ছিলেন। তিনি বদর ও তার পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছিলেন।
হজরত উবাই ইবনে কাব রা. সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বড় কারী ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায়ই তিনি কোরআন মাজীদ সংকলন করেছিলেন এবং তা তাঁকে দেখিয়েছিলেন। তিনি তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন-
أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ أَبي بن كَعْبٍ
‘আমার উম্মতের মধ্যে কিতাবুল্লাহর সবচেয়ে বড় কারী হজরত উবাই ইবনে কাব’।
তিনি একবার তাঁকে জিজ্ঞেস করলেন কোরআন মাজীদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি আয়াতুল কুরসীর কথা বললেন। তাতে খুশি হয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বুকে মৃদু চাপড় মারলেন এবং বললেন-
لِيَهْنِكَ الْعِلْمُ أَبَا الْمُنْذِرِ
‘হে আবুল মুনযির! ‘ইলম তোমার জন্য স্বচ্ছন্দ ও উপভোগ্য হোক।’
সাহাবি উবাই ইবনে কাব রা. বলেছেন মুমিনের চারটি বৈশিষ্ট্য রয়েছে— ১. বিপদে ধৈর্যধারণ করা। ২. কোনো কিছু পেলে আল্লাহর শোকর আদায় করা।৩. যখন কথা বলে তখন সত্য বলে। ৪. যখন বিচার করে ন্যায় নীতির সঙ্গে বিচার করে।
(সূত্র : আসহাবে রাসূলের জীবনকথা, ৩/১৮০)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।