জুমবাংলা ডেস্ক : শিক্ষার্থী দেখলেই বাসের দরজা বন্ধ করে দেওয়া এবং হাফ পাস না নেওয়ায় মিরপুর রোডের পাঁচটি বাস আটকিয়েছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ৫টি বাস আটক করে কলেজের পাশের নায়েমের গলিতে পার্ক করে রাখেন। এর মধ্যে বিকাশ পরিবহনের দুটি বাস এবং ভিআইপি সিটি সার্ভিসের তিনটি বাস রয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, অধিকাংশ সময়ই এ দুই পরিবহনের বাসে শিক্ষার্থীদের উঠতে দেওয়া হয় না। কলেজের সামনে শিক্ষার্থীদের দেখলেই দরজা বন্ধ করে গাড়ি টান দিয়ে চলে যায়। আবার বাসে উঠলেও হাফ ভাড়া নিতে চায় না।
হাসিব নামের এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরেই এ দুটি পরিবহনের বাসে শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের দেখলেই হেলপার বলে, বাসে ওঠা যাবে না, সিট নেই। অথচ বাইরে থেকে দেখা যায়, বাসের ভেতরে পর্যাপ্ত জায়গা রয়েছে। কিছু বললেই বাসের স্টাফরা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। রবিবারও এবিষয় নিয়ে আমাদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়েছে। আমরা এর সমাধান চাই।
এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে রেখেছে। বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। নিউমার্কেট থানা পুলিশের কর্মকর্তা ও দুটি বাসের লাইনম্যান ঘটনাস্থলে এসেছেন। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।