জুমবাংলা ডেস্ক : বয়স আট বছর চার মাস। এই অল্প বয়সে মাত্র ১০৫ দিনেই পবিত্র কুরআন শরিফ মুখস্থ করেছে ফাহিম। তার পুরো নাম মো. আবদুল্লাহ আল ফাহিম। রোববার সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়ার হাফেজ নগরে নেয়ামত নূর জামে মসজিদ ও ইসলামি শিক্ষা কেন্দ্রে ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪’ এর চট্টগ্রাম পর্বের অডিশনে অংশ নেয় ফাহিম। এ সময় ক্ষুদে কুরআনের পাখিদের মিলনমেলা তৈরি হয় সেখানে।
ফাহিম কক্সবাজারের ঝিলংজার হেদায়েতুন নূর হিফজুল কোরআন সেন্টারের ছাত্র। তার বাবা সেলিম উল্লাহ জাহাঙ্গীর উখিয়ার একটি মসজিদের ইমাম। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ফাহিম।
ফাহিমের শিক্ষক হাফেজ মো. শোয়াইবুল ইসলাম সোহেল বলেন, মাত্র সাড়ে তিন মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করেছে ফাহিম। সে খুবই মেধাবী। বড় হয়ে সে ইসলামিক স্কলার হতে চায়। তার জন্য সবার কাছে দোয়া চাই।
দেশের সবচেয়ে বড় কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছে ফাহিমও।
প্রতিযোগিতার বিচারক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দীন কাসেম বলেন, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় আয়োজন চলছে। প্রথমবারের চেয়ে এবার বেশি সাড়া পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার প্রতিযোগীরা অংশ নিচ্ছে। দুই পর্বে প্রতিযোগিতা হবে। এরমধ্যে ১০ জন ইয়েস কার্ড পাবে।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার পুরস্কার ছাড়াও বিজয়ী, বিজয়ীর পরিবার ও ওস্তাদের ওমরা হজ রয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।