বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রিমিয়াম বাইক সেগমেন্টে ঢুকে পড়ল Hero MotoCorp। 440 সিসির সেগমেন্টে প্রকাশ্যে এল সংস্থার নয়া বাইক। যদিও এখনও এই বাইকটি প্রকাশ্যে আনেনি সংস্থা। এসেছে Hero Mavrick 440 ঝলক। দেওয়া হয়েছে ফিচারের (Hero Mavrick 440 Unveiled in India) তথ্যও।
Harley Davidson এর সঙ্গে জোট বেঁধে ভারতের বাজারে Hero নয়া Mavrick 440 লঞ্চ করবে। তবে বুকিং আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাস থেকে এই বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে। তবে লঞ্চের আগেই Hero Mavrick 440 নিয়ে রাইডারদের মধ্যে (Upcoming Bikes in India) শুরু হয়েছে হৈচৈ। Hero Mavrick-এ থাকবে Harley Davidson X440-এর ইঞ্জিন!
ময়দানে খেলা ঘোরাবে Honda NX500 Upcoming Bikes in India: অবশেষে সরল পর্দা Hero World এর দিনেই দুটি বাইক প্রকাশ্যে (Upcoming Bikes in India) আনা হয়েছে। যার মধ্যে একটি Hero Xtream 125R। বেস মডেলটির এক্স শোরুম দাম হচ্ছে 95000 হাজার টাকা। এছাড়াও Hero Mavrick 440 এর উপর থেকে পর্দা তুলেছে সংস্থা। ফিচারের বিষয়ে জানানো হলেও দামের বিষয়কে কিছুই জানায়নি সংস্থা। খুব অল্পদামেই এই বাইক বুকিং করা যাবে বলে দাবি সংস্থার।
তবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই বিষয়ে আরও জানতে এই লিঙ্কে Upcoming Bikes in India- ক্লিক করতে পারেন। কিংবা হিরোর যে কোনও ডিলারের সঙ্গে যোগাযোগ করেও বিস্তারিত জানতে পারেন। Upcoming Bikes in India: কেমন Hero Mavrick 440 এর ডিজাইন একেবারে নতুন (Upcoming Bikes in India) ডিজাইনে Mavrick 440 তৈরি করেছে Hero।
মস্কুলিন ডিজাইন দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন নতুণত্ব করা হয়েছে। লং সিট দেওয়া হয়েছে। H-Shaped LED DRLs হেডল্যাম্প দেওয়া হয়েছে। পাঁচটি রঙে পাওয়া যাবে Hero Mavrick 440। তবে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করবে হিরোর এই বাইক। একাধিক ফিচার দেওয়া হয়েছে। যেমন ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে ডুয়েল Shock absorbers দেওয়া হয়েছে।
Upcoming Bikes in India: একাধিক ফিচার পাশাপাশি ডিস্ক ব্রেক থেকে অ্যালয় হুইলের মতো একাধিক ফিচার (Upcoming Bikes in India) দেওয়া হয়েছে। এছাড়াও Hero Mavrick 440 বাইকটিতে নয়া ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। ব্লুটুথ কানেকটিভিটি থেকে শুরু করে কল এবং টেক্সট নোটিফিকেশন এবং আধুনিক নেভিগেশন সিস্টেম দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।