লাইফস্টাইল ডেস্ক : চুল ঝরা নিয়ে চিন্তিত নন এমন মানুষ লাখে একটা মিলবে। সিংহভাগ মানুষই চুল ঝরার সমস্যায় নাজেহাল। চুল ঝরে যাওয়ার থেকেও নতুন চুল কেন গজাচ্ছে না সেই নিয়ে ঘুম উড়েছে অধিকাংশ আমজনতার। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক হেয়ার রিগ্রোথ টিপস। কীভাবে নতুন চুলে ভরবে মাথা জেনে নিন।
শীত আসতেই ত্বক ও চুলে পড়েছে মারাত্মক প্রভাব। চিরুনি চালালেই উঠে আসছে চুল। অবস্থা এমন কয়েক দিনেই ফাঁকা হয়ে গিয়েছে সিঁথি। এমনকী পনিটেল বা খোপা করতে গিয়েও নজরে আসছে চওড়া কপাল। এমন অবস্থা যে ঘুম ওড়ার জোগাড়। রূপ বিশেষজ্ঞরা বলছেন, পুনরায় চুল গজাতে দরকার নেই দামী কোনও বিউটি প্রোডাক্ট বরং বাড়ির হেঁশেল আর বাগানেই উপস্থিত প্রয়োজনীয় জিনিস, যা এক চুটকিতেই সমাধান করে দেবে চুলের সমস্যা। ব্যবহারের পরই দেখা যাবে রেজাল্ট।
রূপ বিশেষজ্ঞ শালিনী চুল পড়ার সমস্যা কমাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন চুল গজানোর মহৌষধি। আদা, কারিপাতা ও অ্যালোভেরার সংমিশ্রণে তৈরি এই জেল লাগালেই ফের ফিরবে হারানো কেশের সাম্রাজ্য।
চুলে আদার ম্যাজিক
আদা ছাড়া রান্নায় আসে না স্বাদ। মাছ, মাংস রান্নায় আদা না দিলে ঠিক জমে না। হেঁশেলে রোজই মজুত থাকে আদা। শুধু রন্ধন শিল্পেই নয়, রূপচর্চাতেও রয়েছে আদার দারুণ ভূমিকা। আদায় রয়েছে প্রচুর ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান, যা চুল গজাতে সাহায্য করে। আদার রস চুলের ফলিকলকে শক্তিশালী করে।
কারিপাতার তরকা
কারিপাতার তরকা শুধু রান্নারই স্বাদ বদল করে না, হেয়ার কেয়ারেও দারুণ কার্যকরী। দক্ষিণে মহিলাদের ঘন, লম্বা, কালো চুলের পিছনে কারিপাতারও ভূমিকা আছে। কারিপাতার পুষ্টিগুণ হেয়ার ফলিকলকে শক্তিশালী করার সঙ্গে সঙ্গে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাই যেকোনও হেয়ার প্যাকে কারিপাতা মেশালে তা হয়ে যায় দারুণ কাজের।
অ্যালোভেরার ম্যাজিক স্পর্শ
অ্যালোভেরা বা ঘৃতকুমারী অনেকটা পরশপাথরের মতো। ত্বক হোক বা চুল কিংবা শরীরের ক্ষেত্রে যেকোনও সমস্যা মেটাতে দারুণ কাজে দেয়। চুল গজাতে, মোলায়েম রাখতে এবং চুলের জেল্লা ধরে রাখতে অনবদ্য অ্যালোভেরা। তাই যেকোনও হেয়ার প্যাকেই মেশানো যেতে পারে এটি।
ক্যাস্টর অয়েল
ত্বক ও চুলের পরিচর্যায় দারুণ কাজে দেয় ক্যাস্টর অয়েল। ফাঁকা মাথায় চুল গজাতে এর বিকল্প নেই বলে দাবি রূপ বিশেষজ্ঞদের।
কীভাবে তৈরি করবেন ম্যাজিক জেল?
চুল গজানোর ম্যাজিক জেল তৈরি করতে এক আঙুল আদা, কয়েকটা কারিপাতা দিয়ে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপর একটা পাত্রে রসটা ছেঁকে নিয়ে তাতে হাফ চামচ ক্যাস্টর অয়েল আর এক চামচ অ্যালোভেরা মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি ম্যাজিক জেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।