বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’র মতো সিনেমা উপহার দেওয়ার পর এসএসএস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা ছিল অনেক। সেই প্রত্যাশা পূরণ করতে সমর্থও হয়েছে ছবিটি। তার প্রমাণ ছবির রেকর্ড পরিমাণ আয়।
এরইমধ্যে ছবিটি ১০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। অর্থাৎ ১৬ দিনের মাথায় ছবির আয় ছাড়িয়েছে ১০০০ কোটি রুপি। ‘আরআরআর’ এই অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল রবিবার এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রাজামৌলির ‘বাহুবলী টু; দ্য কনক্লুশন’ ছবিটিও ১০০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছিল। আরআরআর ছবির ব্যবসায়িক সাফল্যের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা।
এখনো ‘আরআরআর’ ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। তাই ছবিটির আয় আরও বাড়তে পারে। ‘আরআরআর’ ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন রাম চরন ও জুনিয়ার এনটিআর। দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা তারা। তবে হাজার কোটি রুপি ক্লাবে প্রবেশ করার রেকর্ড এই ছবি দিয়েই গড়েছেন তারা। ছবির দুটি ছোট চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।