হজে যাচ্ছেন মুশফিক, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবেন না

মুশফিকুর

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই পেরিয়েছিলেন পাঁচ হাজার রানের মাইলফলক, পেয়েছিলেন সেঞ্চুরিও। মুশফিকুর রহিম বার্তা দিয়েছেন রানে ফেরার।

মুশফিকুর

তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন না তিনি, ওই সময় হজে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ক্রিকবাজকে জানিয়েছেন মুশফিকের ছুটি মঞ্জুরের বিষয়টি।

ইতোমধ্যেই দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট না খেলা নিশ্চিত হয়েছে। এবার মুশফিকও না থাকলে বড় একটা ধাক্কাই খাবে বাংলাদেশ।

প্রাথমিক সূচি অনুযায়ী টেস্ট আগামী ১৬ ও ২৪ জুন দুই টেস্ট হবে যথাক্রমে ডমিনিকা আর সেন্ট লুসিয়ায়। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিন টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে হবে গায়ানায়।

১০ টাকায় পাওয়া যাচ্ছে ব্যাগভর্তি আম