আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির জন্য প্রায় দুই বছর বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছিল সৌদি আরব সরকার। করোনাসংক্রান্ত সেই বিধি-নিষেধ থেকে বেরিয়ে শনিবার বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানায় দেশটি।
হজের প্রথম ফ্লাইটটি শনিবার ইন্দোনেশিয়া থেকে মদিনায় পৌঁছায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশ-বিদেশের হাজিরা পবিত্র হজ পালনের জন্য মক্কা শহরে যাবেন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আল-বিজাওয়ি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল-এখবারিয়া চ্যানেলকে বলেন, ‘আমরা এ বছরের হজের প্রথম যাত্রীদের পেয়েছি। তাঁরা ইন্দোনেশিয়া থেকে এসেছেন। এরপর মালয়েশিয়া ও ভারত থেকেও ক্রমান্বয়ে হজযাত্রীরা আসা শুরু করবেন। ‘ তিনি আরো বলেন, ‘গত দুই বছর মহামারির প্রতিবন্ধকতার পর রাজ্যের বাইরে থেকে এ বছর সৃষ্টিকর্তার অতিথিদের স্বাগত জানাতে পেরে আমরা আজ আনন্দিত। অতিথিদের স্বাগত জানাতে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত। ‘
হজ বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশগুলোর একটি। ২০১৯ সালে ২৫ লাখ মানুষ হজ পালন করে। মহামারি শুরু হলে ২০২০ সালে কেবল সৌদি আরবে থাকা এক হাজার মানুষ হজ পালনের সুযোগ পান। পরের বছর দেশটির ৬০ হাজার টিকা গ্রহণকারী ব্যক্তি এবং প্রবাসীদের মধ্য থেকে লটারির মাধ্যমে জয়ীরা হজ পালনের সুযোগ পান।
গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করে, এবার দেশের ভেতর-বাইরে সব মিলিয়ে ১০ লাখ মানুষ হজের সুযোগ পাবেন। তার মধ্যে ৬৫ বছরের নিচে টিকা গ্রহণকারী ব্যক্তিরাই শুধু হজের জন্য আবেদন করতে পারবেন। মহামারির আগে সৌদি আরবের একটি বড় আয়ের উৎসও ছিল হজ মৌসুম। তারা বছরে এক হাজার ২০০ কোটি ডলার আয় করত এই হজ থেকে। সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।